Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তফসিল ঘোষণা: ইসি সচিব


২১ অক্টোবর ২০১৮ ১৭:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাষ্ট্রপতির অনুমতি নিয়ে ১১তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ।

রোববার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত কমিশনের বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

শীঘ্রই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবো’ উল্লেখ করে ইসি সচিব জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে তফসিল নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার বিষয়ে কমিশনে দুটি অনুমোদন দেওয়া হয়েছে- তার মধ্যে আছে, জীবন্ত পশু-পাখি নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করা যাবে না এবং নির্বাচনী পোস্টার টাঙানোর ক্ষেত্রে কাপড় ব্যাবহার করা যাবে না, তবে ডিজিটাল ব্যানার ব্যাবহার করা যাবে।

এ ছাড়াও অনলাইনে মনোনয়ন দাখিলের ব্যাপারে ইসি সচিব জানান, অনলাইনে মনোনয়ন দাখিলের ব্যাপারে আইন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে তা অন্তভুক্ত করা হবে।

মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার ব্যাপারে বলেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা বজায় থাকবে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/জিএস/এমআই

নির্বাচন

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর