আদালতে ব্যারিস্টার মইনুল
২৩ অক্টোবর ২০১৮ ১০:১৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করায় মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুরের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নেওয়া হয়েছে। ডিবি অফিস থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আদালতে নেওয়া হয়।
আ স ম রবের বাসা থেকে গ্রেফতার ব্যারিস্টার মইনুল
মঙ্গলবার সকালে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, আটকের পরপরই ব্যারিস্টার মইনুলকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, ব্যারিস্টার মইনুলকে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এমএইচ/এমআই
আরও পড়ুন:
ব্যারিস্টার মইনুলের ৫ মাসের আগাম জামিন
ব্যারিস্টার মইনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি
ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মামলা
ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে এবার কুড়িগ্রামে মামলা
কুমিল্লায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানীর মামলা
ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
‘ব্যারিস্টার মঈনুল ইংরেজি খাওয়াটা শিখেছেন, ভদ্রতাটা শিখেননি’
ব্যারিস্টার মঈনুলকে শুধু ক্ষমা চাইলেই হবে না, শাস্তিও পেতে হবে