Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসি পেল কাউন্টার টেরোরিজম ইউনিট, স্বতন্ত্র যাত্রা শুরু


২৪ অক্টোবর ২০১৮ ১৯:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

চট্টগ্রাম: জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চারটি গুরুত্বপূর্ণ উপকমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে একজন উপকমিশনারকে জঙ্গি দমনে স্বতন্ত্রভাবে চালু হওয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান করা হয়েছে। এর মধ্য দিয়ে সিএমপিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্বতন্ত্র যাত্রা শুরু হল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান এই আদেশ দিয়েছেন।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) মাসুদ-উল-হাসান সারাবাংলাকে জানান, সিএমপিতে উপকমিশনার পদে পদায়ন হওয়া মো. মিজানুর রহমানকে গোয়েন্দা ইউনিটের উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। মিজানুর সদ্য সিএমপিতে বদলি হয়ে এসেছেন।

গোয়েন্দা ইউনিটের উত্তর জোনের দায়িত্বে থাকা উপকমিশনার এস এম মেহেদী হাসানকে অপরাধ বিভাগের আওতায় দক্ষিণ জোনে পাঠানো হয়েছে।

দক্ষিণ জোনের উপকমিশনার এস এম মোস্তাইন হোসেনকে গোয়েন্দা ইউনিটের বন্দর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

গোয়েন্দা ইউনিটের বন্দর জোনের দায়িত্বে থাকা উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে সিএমপির নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিইউ) দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন গোয়েন্দা ইউনিটের পাশাপাশি তিনি কাউন্টার টেরোরিজম ইউনিটও সামলাচ্ছিলেন।

শহীদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘এতদিন আমি দায়িত্বের অতিরিক্ত হিসেবে কাউন্টার টেরোরিজম ইউনিট দেখছিলাম। এখন এটি স্বতন্ত্র ইউনিট হিসেবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করল। এখন ইউনিট হিসেবে এর যে চাহিদা সেগুলো ধাপে ধাপে পূরণ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

কাউন্টার টেরোরিজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর