Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার মুক্তিসহ নানা দাবিতে পেশাজীবী পরিষদের মানববন্ধন


৩ নভেম্বর ২০১৮ ১২:৫৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তথা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, সাজা বাতিল, সাজা বৃদ্ধির প্রতিবাদ এবং গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

শনিবার (৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে খালেদা জিয়ার কারামুক্তি, তারেক রহমানকে মিথ্যা সাজা বাতিল, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন ও রাজনৈতিক বন্দীদের মুক্তিরও দাবি জানায় পেশাজীবী পরিষদ।

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খালেদা জিয়া ও তারেক রহমানের সরিয়ে দেওয়ার জন্য সাজা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, ২০১৪ সালের মত আরেকটি নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইলিয়াস খান, শওকত মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআই/এসএমএন

সম্মিলিত পেশাজীবী পরিষদ

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর