Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাশোগি হত্যাকাণ্ডের সব প্রমাণ দেখেছেন সিআইএ প্রধান


৭ নভেম্বর ২০১৮ ১৯:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

সৌদি সাংবাদিক ও লেখক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব প্রমাণ দেখেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জিনা হাসপেল। তুর্কি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

সূত্র জানিয়েছে, এই প্রমাণগুলোর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, খাশোগিকে হত্যার নির্দেশ এসেছিল সৌদি আরবের সর্বোচ্চ নেতৃত্ব থেকে। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান জানিয়েছেন, তার বিশ্বাস সৌদি বাদশাহ সালমান এই অভিযানের সঙ্গে জড়িত ছিলেন না।

উল্লেখ্য, গত সপ্তাহে হত্যাকাণ্ডের প্রমাণ দেখতে তুরস্কে সফর করেন হাসপেল। এরপর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবগত করেন।

তুর্কি সূত্র জানিয়েছে, খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব তার পরিবার ও বাগদত্তাকে ক্ষতিপূরণ পরিশোধ করবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পরপরই শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। হত্যার পর তার দেহ খণ্ড-বিখণ্ড করে এসিডে গলিয়ে দেওয়া হয়েছে।

তুর্কি গণমাধ্যম সাবাহ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের জন্য ১৫ সদস্যের একটি সৌদি দল প্রবেশ করেছিল তুরস্কে। তাদের মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একাধিক সহযোগী ছিল।

অভিযোগ ওঠেছে, খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ক্রাউন প্রিন্স নিজে।

সারাবাংলা/আরএ/এমও

খাশোগি ‘হত্যাকাণ্ড’ সিআইএ সৌদি আরব

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর