পাঁচ বছরে বিনিয়োগ দরকার ৩ হাজার বিলিয়ন ডলার: এডিবি
১১ নভেম্বর ২০১৮ ২১:৩৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশের উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখেতে আগামী পাঁচ বছরে অবকাঠামো খাতে ৩ হাজার ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন পড়বে বলে আভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
রোববার (১১ নভম্বের) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে (বিআইসিসি) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আয়োজিত ‘বিজনেস অপরচুনিটি’স শীর্ষক সেমিনারে প্রতিষ্ঠানটির পক্ষে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, দ্রুত প্রবৃদ্ধির পথে থাকা বাংলাদেশে পরবর্তী পাঁচ বছরে অবকাঠামো খাতে বিনিয়োগের প্রয়োজন ৩ হাজার ২০ ডলার। বাংলাদেশের নানা সূচকের উন্নয়নের তথ্য তুলে ধরে দেশটির উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে পেরে সংস্থাটি গর্বিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন। একটি হচ্ছে স্বাধীনতা অপরটি অর্থনৈতিক স্বনির্ভরতা। দ্বিতীয়টি তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বিতীয় কাজটি অনেক দূর এগিয়ে নিয়েছেন। রফতানি আয়সহ দেশের নানা অগ্রগতির তথ্যও তুলে ধরেন তোফায়েল।
অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে এডিবির প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎস্না ভর্মা বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এডিবির যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে। ঋণ হিসেবে এখন পর্যন্ত ২২ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা দিয়েছে সংস্থাটি। এতে আরও জানানো হয়, ২০১৮ সালে বাংলাদেশে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে এডিপি। দেশটিতে মাত্র দশ বছরে এডিবির পোর্টফোলিও বেড়েছে ৩ শ শতাংশ। বাংলাদেশে বর্তমানে ৫৪টি প্রকল্পে ১০ দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে এডিবির। আর এডিবির বিনিয়োগের ক্ষেত্রে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
‘নিউ প্রকিউরমেন্ট ফ্রেমওয়ার্ক অব এডিবি’ শীর্ষক তৃতীয় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির প্রিন্সিপাল প্রকিউরমেন্ট স্পেশালিস্ট রুবিনা শাহীন। তিনি নতুন পদ্ধতির কেনাকাটার বিষয়ে নানা দিক তুলে ধরেন। জানান, এডিবির অর্থায়নে ভবিষ্যতে হতে যাওয়া যেকোনো প্রকল্পে কেনাকাটায় পরিবর্তন আসছে। পুরো প্রক্রিয়াটি হবে আগের চেয়ে আধুনিক ও বিশ্বস্ত।
সারাবাংলা/ইএইচটি/এমআই