Monday 30 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে রাস্তার পাশে মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন


১৩ নভেম্বর ২০১৮ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও শার্ট। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে মিরপুর পশ্চিম কাজীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সকালে পশ্চিম কাজীপাড়া ৬৬২/২ এ বাড়ির সামনের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এটি

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর