বিশ্বের ১০০ প্রেরণাদায়ী নারীর একজন ‘হৃদয়ের মা’
১৯ নভেম্বর ২০১৮ ১৬:৪৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির করা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় ৮১তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের হৃদয় সরকারের মা সীমা সরকারের নাম।
বিশ্বের ৬০টি দেশের ১৫ থেকে ৯৪ বছর বয়সী বিভিন্ন ক্ষেত্রে প্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।
মায়ের কোলে চড়ে আসা সেই ছেলে ঢাবি ভর্তি পরীক্ষায় পাস
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মায়ের কোলে চড়ে পরীক্ষায় অংশ নেন ‘সেরিব্রাল পালসি’তে আক্রান্ত হৃদয় সরকার।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর মায়ের কোলে চড়ে পরীক্ষা দিতে যায় হৃদয় সরকার এরপর সারাবাংলা ডটনেটনে হৃদয়ের মায়ের ছবিসহ সংবাদ প্রকাশ করলে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই ছবিটি শেয়ার দিয়ে মায়ের অপরিসীম ভালোবাসার কথা লেখেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সারাবাংলা/কেকে/এমআই
আরও পড়ুন: মায়ের কোলে চড়ে আসা সেই ছেলে ঢাবি ভর্তি পরীক্ষায় পাস
আরও পড়ুন: নিয়মের গ্যাঁড়াকলে থমকে যাবে মা-ছেলের লড়াই!