Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় ধূলিঝড়, সিডনিতে স্বাস্থ্য সতর্কতা জারি


২২ নভেম্বর ২০১৮ ১০:৩৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া ঢাকা পড়েছে ভয়াবহ ধূলিঝড়ে। সেখানে আকাশের রঙ কমলা বর্ণ ধারণ করেছে। আশঙ্কা করা হচ্ছে বায়ুদূষণের। খবর বিবিসির।

এছাড়া, প্রায় ৩১০ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই ধূলিঝড় বৃহস্পতিবার (২২ নভেম্বর) প্রবেশ করতে শুরু করেছে সিডনিতে। তাই শহরটিতে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানায়, নিউ সাউথ ওয়েলস ও অন্যান্য অঞ্চলে দৃষ্টি সীমা ক্ষীণ হয়ে গেছে। শুকনো মাটি, বালিসহ ঝড়টি আরও শক্তিশালী হচ্ছে। গত আগস্ট থেকে সেখানে বৃষ্টি হচ্ছে না। তীব্র খরার কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শিশু, বয়স্ক ও শ্বাসজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ঘরে থাকার জন্য নির্দেশনা দিয়েছে  দেশটির স্বাস্থ্য দপ্তর।

সিডনি থেকে ১১শ কিলোমিটার পশ্চিমের শহর ব্রোকেন হিল। সেখানকার বাসিন্দা ম্যাট হুইটলাম জানান, বুধবার থেকে ধূলিঝড় তাদের কাবু করছে। ঘর থেকে বেরুলো চোখে আঘাত পেতে হচ্ছে। পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

উল্লেখ্য, ২০০৯ সালে সিডনি ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়ে। সেসময় শতশত শহরবাসী শ্বাসজনিত জটিলতায় ভুগেছেন এবং অনেক ফ্লাইট বাতিল করা হয়।

সারাবাংলা/এনএইচ

ধূলিঝড় সিডনি স্বাস্থ্য সতর্কতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর