Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘলা শীতের দিন


৩ ডিসেম্বর ২০১৮ ১১:০২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শীত বুড়ো এবার নিজেই গরমে কাবু। আমাদের হাড়ে আর সে কি বর্ষা বিঁধোবে। তাও ভালো যে দুদিন ধরে তাপমাত্রা একটু কমের দিকে। কে জানে সপ্তাহ শেষে শীত পড়েই যায় কি না!

ঢাকায় যখন শীতের জন্য হাহাকার তখন গ্রামের দিকে রাতের তাপমাত্রা কিন্তু বেশ শীতল। আমার কথা বিশ্বাস না হলে একটু শহরতলিতেই ঘিরে এসে দেখুন। শীতকে আর মিথ মনে হবে না। তবে আমাদের নগরকে আমরা একটা তপদ্বীপ বানিয়ে ফেলেছি এখন গরম তো লাগবেই।

এত ঝামেলার মধ্যে আজকে একটু সম্ভাবনা আছে যে শীত নামবে। কারণ সেই যে বঙ্গোপসাগরের মৌসুমী লঘুচাপ। তার প্রভাবে আজ একটু একটু মেঘলা দিন। এমনি সূর্য ব্যাটা ফাঁকিবাজ হয়ে গেছে আজ একটু লাজুক হয়ে মেঘের নিচে নিচেই কাটাবে তাই আমাদেরও গরম কিছুটা কম লাগবে।

তবে মেঘ করেছে বলে ভাবার কোনো কারণ নেই যে বাতাসের আর্দ্রতা বাড়বে। উঁহু বাড়বে না। বাতাস আজ খুব শুষ্ক। তাই ময়েশ্চারাইজার থেকে আমাদের মুক্তি নেই। পারলে রাতে মাথায় একটু তেলও মেখে রাখা যায়। চুলগুলো তাজা থাকবে।

তো আজকে সপ্তাহের দ্বিতীয় দিনটিও খুব ভালো কাটুক। সামনে এখনো তিনটা কাজের দিন পড়ে আছে!

সারাবাংলা/এমএ/এমআই

মেঘলা শীতের দিন শীত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর