ভাস্করকে নির্ভয়ে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
১৭ ডিসেম্বর ২০১৮ ২১:২১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : জামায়াতকে নিয়ে প্রশ্ন করায় গত ১৪ ডিসেম্বর এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ভাস্কর ভাদুরী নামের ওই সাংবাদিককে দেখে নেবেন বলেও হুমকি দেন তিনি।
তবে এসব হুমকিতে ভয় না পেয়ে ভাস্কর ভাদুরীকে নির্ভয়ে কাজ করতে বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা শেষে ভাস্করকে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় ভাস্কর ভাদুরী সারাবাংলাকে জানান, আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আসিফ কবির তাকে শেখ হাসিনার সামনে পরিচয় করিয়ে দেন।
ভাস্কর বলেন, ‘এরপর প্রথমে আপা (শেখ হাসিনা) আমাকে ডাকেন। আপা বলেন, তুমি ভাস্কর? আমি বলি, জ্বি আপা। এরপর আপা পুরো কাহিনী জানতে চান। আমি সেদিনের ঘটনা খুলে বলি। আপা শোনেন। এরপর আপা বলেন, তুমি কোনো টেনশন কোরো না, তুমি ভয় পেয়ো না। তোমার কোনো টেনশন করার দরকার নেই। তুমি তোমার মতো কাজকর্ম করো। কামাল হোসেনের এগুলো পুরনো স্বভাব। তুমি কোনো কিছু নিয়ে টেনশন কোরো না।’
এসময় প্রধানমন্ত্রী পুরোনো দিনের কিছু ঘটনার কথা বলেন। তিনি জানান, ড. কামাল হোসেন যখন আওয়ামী লীগ নেতা ছিলেন সেইসময় দলের অনেক নেতার সঙ্গেই তার খারাপ ব্যবহার করার ঘটনা আছে।
ভাস্কর বলেন, “শেখ হাসিনা বলেন, ‘সেই পুরনো স্বভাবটা আবার সবাই নতুনভাবে দেখতে পাচ্ছে। তুমি কোন টেনশন কোরো না। তুমি তোমার কাজকর্ম স্বাভাবিকভাবে করো। তুমি নির্ভয়ে কাজ করো’।”
আরো পড়ুন : জামায়াত নিয়ে প্রশ্ন করায় ড. কামাল: চুপ করো, খামোশ
সারাবাংলা/এনআর/এসএমএন