Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ফেনসিডিলসহ ৭ মাদক ব্যবসায়ী আটক


১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৮

।। গাজীপুর করেসপন্ডেন্ট ।।

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় মাদক হস্তান্তরের সময় ৮২২ বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলেন, মো. ইমরান হোসেন , মনির হোসেন, মো. এজাজুল হক, মো. পিয়ারুল ইসলাম, মো. সজিব হোসেন, মো. দবির হোসেন ও মো. সুমন মিয়া।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার মাছিমপুর স্টেশন রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার ফুলকলি বেকারি ও মিষ্টি দোকানের সামনে মাদকের চালান হস্তান্তরের সময় আটক করা হয় অভিযুক্ত সাতজনকে।

পরে আটকদের কাছ থেকে ৮২২ বোতল ফেন্সিডিল, ৯ টি মোবাইল ফোন, মাদক বিক্রির ৯৬ হাজার ৫০০ টাকা  উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটকরা বিভিন্ন পেশায় কাজ করলেও গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায়।

সারাবাংলা/এসএল/

গাজীপুর মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

অভিনেত্রী গুলশান আরা আর নেই
১৫ এপ্রিল ২০২৫ ১৪:১৪

আরো

সম্পর্কিত খবর