Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকশী কাঁথার মাঠ অবলম্বনে চলচ্চিত্র ‘নকশী কাঁথার খোঁজে’


২৩ ডিসেম্বর ২০১৮ ১২:০৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৭:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

পশ্চিমে যেমন ‘রোমিও-জুলিয়েট’ বা ‘লাইলি-মজনু’, বাংলায় তেমনি ‘রূপাই-সাজু’। এ জুটির প্রণয় এবং করুণ পরিণতির বর্ণনায় ‘নকশী কাঁথার মাঠ’ লিখেছিলেন কবি জসিম উদদীন। প্রায় একশ বছর আগে প্রকাশিত এই আখ্যান এখনো মানুষকে আবেগতাড়িত করে। এবার ‘সাজু-রূপাই’-এর এই অমর প্রেমগাথা থেকে নির্মিত হচ্ছে ছবি ‘নকশী কাঁথার খোঁজে’।

‘নকশী কাঁথার খোঁজে’ ছবিটি পরিচালনা করছেন কলকাতা হৃষিকেশ মণ্ডল। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবিতে প্রধান চরিত্র দুটিতে অভিনয় করবেন রাহুল ও ডালিয়া ঘোষ। রূপাইয়ের মায়ের চরিত্রে প্রিয়া সেনগুপ্ত ও সাজুর মায়ের চরিত্রে আছেন সোমা চক্রবর্তী। এছাড়াও ছবির পুরোটা জুড়েই থাকবেন প্রবীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  সিরিয়া ও ইরাকে হবে ‘বাঘি থ্রি’র শুটিং!


‘নকশী কাঁথার মাঠ’-কে উপজীব্য করে ‘নকশী কাঁথার খোঁজে’ ছবির গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন হৃষিকেশ।

ছবিটির গল্প শুরু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক চার শিক্ষার্থীকে নিয়ে। অরিত্র, সম্প্রতি, সন্দীপ ও আফসানা মিলে বাংলাদেশের বন্ধু আহমেদের বাড়িতে বেড়াতে যায়। সেখানে কবি জসীম উদদীনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি মেলায় তারা ‘নকশী কাঁথার খোঁজে’ নামের একটি স্টল দেখতে পায়। স্টলের বৃদ্ধ বিক্রেতার রহস্যময় আচরন তাদেরকে দারুণভাবে প্রভাবিত করে। এরপর এই বৃদ্ধের বর্ণনাতেই এগোয় ছবির গল্প।

কদিন আগেই জসিমউদ্দিনের নিজ জেলা ফরিদুপরে হয়ে গেছে ছবিটির দৃশ্যধারণের কাজ। এখন ছবিটির সম্পাদনা ও শব্দমিশ্রনের কাজ চলছে কলকাতায়। এরইমধ্যে অন্তর্জালে ছবিটির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন বছরের শুরুতে দুই বাংলায় একযোগে মুক্তি পাবে ‘নকশী কাঁথার খোঁজে’ ছবিটি।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

.   তাদের চোখে আমজাদ হোসেন

.   রাফির তৃতীয় সিনেমা, সিয়াম-পূজার সঙ্গী হচ্ছেন রোশান

.   ‘পুড়ে পুড়ে খাঁটি সোনা হচ্ছি’

.   কিংবদন্তির জন্য কান্না…

.   আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা থাকবে নিরন্তর

.   আইসিইউতে টেলি সামাদ

.   শহীদ মিনারে আমজাদ হোসেনের মরদেহ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

.   রশোমন হচ্ছে টিভি সিরিজ


বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর