মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টা চালিয়েছে ইরান, চীন ও রাশিয়া
২৩ ডিসেম্বর ২০১৮ ২১:৫১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টা চালিয়েছে ইরান, চীন ও রাশিয়াসহ একাধিক বিদেশী শক্তি। কিন্তু মার্কিন ভোটিং পদ্ধতিতে সরাসরি হস্তক্ষেপের কোন প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস বলেন, নির্বাচনের ফলাফলে বিদেশী শক্তির হস্তক্ষেপে কোন প্রভাব পড়েছে বলে এখনও নিশ্চিত হতে পারেনি গোয়েন্দা মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে পাঠানো এক প্রতিবেদনে একথা বলেছেন কোটস।
২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর থেকে নির্বাচনে হস্তক্ষেপকে জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে নির্দেশনা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে রাশিয়া ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।
কোটস তার প্রতিবেদন নিয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন, এইবার গোয়েন্দা মহল আমাদের জাতীয় নির্বাচনী কাঠামোতে এমন কোন হস্তক্ষেপের খবর পায়নি যেটার ফলে ভোটদান, ভোট গণনা বা মোট ভোটের সংখ্যায় বাঁধা বা পরিবর্তন আসতে পারে।
তিনি বলেন, আমরা যেসব কার্যকলাপ লক্ষ্য করেছি সেগুলো নির্বাচনের আগের সপ্তাহগুলোতে আমরা যা বলেছি তাই ঘটেছে। রাশিয়া, চীন ও ইরানসহ অন্যান্য বিদেশী শক্তি নির্বাচনে হস্তক্ষেপ চালানোর চেষ্টা চালিয়েছে ও যুক্তরাষ্ট্রে নিজস্ব স্বার্থের প্রচারণা চালাতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়েছে।
বিদেশী শক্তিগুলোর হস্তক্ষেপ অভিযান নিয়ে বিশদ বর্ণনা দেননি কোটস। তিনি বলেন, ওইসব অভিযান ভোটারদের ওপর কিরকম প্রভাব ফেলেছে সে বিষয় মূল্যায়ন করেনি গোয়েন্দা মহল।
এদিকে, নতুন এই প্রতিবেদন নিয়ে সিনেট ইন্টেলিজেন্স কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার বলেন, ২০১৬ নির্বাচনের পর রুশরা পিছু হটেনি। এখন রাশিয়ার কার্যকলাপ যেহেতু সবার সামনে উন্মোচিত হয়েছে, আমরা আরও অনেক প্রতিপক্ষকে দেখবো যারা আমাদের সমাজের উন্মুক্ত অবস্থাকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করতে ব্যবহার করবে।
সারাবাংলা/ আরএ