Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রাসেলের দ্বিতীয় না কিংসের প্রথম?


২৫ ডিসেম্বর ২০১৮ ২০:২২

।।স্পোর্টস করেসপন্ডেন্ট।। 

ঢাকাঃ ২০১৩ সালে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। এরপরে ৫ বছরে প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে ঘরোয়া ফুটবলের অন্যতম বড় ক্লাবটি। অন্যদিকে টানা দুই ফাইনালে উঠেছে নবাগত দল বসুন্ধরা কিংস। তাদের সামনেও প্রথম কোন শিরোপা ঘরে তোলার হাতছানি। তারকাবহুল কিংসের প্রথম না শেখ রাসেল ভাগিয়ে নিবে তাদের দ্বিতীয় শিরোপা।

প্রশ্নটা এখানেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সেই প্রশ্নের জবাব মিলবে বিকালে। কার হাতে উঠছে বছরের শেষ টুর্নামেন্টের ট্রফি।

টুর্নামেন্ট জুড়ে কষ্টের জয় নিয়েই ফাইনালে উঠতে হয়েছে কিংসকে। কোয়ার্টার ও সেমিতে টাইব্রেকারে জয় নিশ্চিত করতে হয়েছে কিংসকে। অন্যদিকে নির্ধারিত ম্যাচেই জয় নিয়েই ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ফেড কাপে রানার্সআপের স্বাদ নেয়া কিংসের জন্য কতটা কঠিন হবে ম্যাচচ সেই প্রশ্নে কিংসের কোচ স্প্যানিস কোচ অস্কার ব্রুজেন বলেছেন, ‘বসুন্ধরা কিংসকে আমরা প্রথম ট্রফি উপহার দিতে চাই। এ জন্য প্রয়োজন মাঠে ভালো খেলা। ভালো খেলার সামর্থ্য আছে আমার দলের।’

শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘গ্রুপ পর্বটা আমাদের জন্য কঠিন ছিল। তাতে একটা সুবিধাই হয়েছে। শেখ জামাল ও বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলে এসেছি। তখন আমরা কোনো গোল করতে পারিনি। তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল আমরা ২ গোলে জিতেছি। আমাদের স্কোরিংয়ে যে সমস্যা ছিল তা দূর হয়েছে। তবে এটা ফাইনাল। ফাইনালে শুধু ওঠার জন্যই ওঠা নয়, জেতার জন্য।’

শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘ফাইনালটা জমজমাট হবে। সুযোগ কাজে লাগাতে হবে। যারা সেটা পারবে তাদের জন্য জয়ের মুখটা খুলে যাবে।’

বিজ্ঞাপন

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু বলেছেন, ‘আমরা সবার মন জয় করেই ফাইনালে উঠেছি। ফাইনাল জেতার সব প্রস্তুতি আমাদের আছে। আমরা ফাইনালের জন্য প্রস্তুত।

সারাবাংলা/জেএইচ

শেখ রাসেল ক্রীড়া চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর