Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় কোরিয়ান ইপিজেডের ৩ শ্রমিকের মৃত্যু, বাসে আগুন


২৯ ডিসেম্বর ২০১৮ ১৬:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডের সামনে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনার পর তিনটি বাসে আগুন দেয় ইপিজেডের বিক্ষুব্ধ শ্রমিকরা।

নিহতরা হলেন- মো. ইরফান (২৭), সুলতানা রাজিয়া (৩৫) এবং মো. লতিফ (৫০)।

মৃত ইরফানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার সাতঘর এলাকায়। এছাড়া, সুলতানা রাজিয়ার বাড়ি আনোয়ারা উপজেলার দৌলতপুরে এবং লতিফের বাড়ি বরিশাল জেলায়।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে সারাবাংলাকে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বহনকারী দুটি বাস কোরিয়ান ইপিজেডের মূল ফটকে শ্রমিকদের নামাচ্ছিল। এসময় পেছন থেকে আসা শ্রমিকদের বহনকারী আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দেয়। দাঁড়ানো বাস থেকে নামতে থাকা যাত্রীদেরও চাপা দেয়।

এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঘটনায় আহত আরও ৩৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

জাহিদুল বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

সারাবাংলা/আরডি/এনএইচ

চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর