Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালকল মালিকদের সঙ্গে খাদ্যমন্ত্রীর বৈঠক বৃহস্পতিবার


৮ জানুয়ারি ২০১৯ ১৬:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চালের দাম ওঠানামার নিয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগামী বৃহস্পতিবার (১০ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী এই তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সততার সঙ্গে কাজ করতে চাই। আগে কী ছিল,কেমন ছিল, সেটা বিষয় নয়। আমরা কীভাবে চালাবো, এটাই বিষয়।’ তিনি বলেন, ‘অভিজ্ঞতা ও স্বচ্ছতা নিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে করতে চাই। খাদ্য মন্ত্রণালয় চালাতে সবার সহযোগিতা চাই।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সততা নিয়ে কাজ করেছি। রাজনীতি করেছি বলে আজ এই জায়গায় আসতে পেরেছি। ’

সততার সঙ্গে কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিযে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি যেন অহঙ্কারী না হই এবং সততা বিসর্জন না দেই, আমাদের যেন কোনো দুর্নাম না হয়, এজন্য আপনাদেরও সততার সঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘চালের দাম বাড়লেও সমস্যা,কমলেও সমস্যা। ’ এ জন্য চালকল মালিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলেও তিনি জানান।

সারাবাংলা/এইচএ/এমএনএএইচ

খ্যদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর