Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা করতে হবে: মাহবুব আলী


৮ জানুয়ারি ২০১৯ ১৮:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, ‘বিদেশমুখী পর্যটকদের দেশের প্রতি আকৃষ্ট করতে অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও তার অধীনে সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহবুব আলী বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসী জাতীয় পতাকাবাহী বিমানে যাতায়ত করতে চান। বিমান কর্তৃপক্ষকে তাদের স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়ার ব্যবস্থা করতে হবে।’

বিমান ও বিমান বন্দর একটি দেশের ড্রয়িং রুম ও গেটওয়ে বলে মন্তব্য প্রতিমন্ত্রী বলেন, ‘এই দুটিকে দৃষ্টিনন্দন ও পরিপাটি করে তুলতে হবে।’

সোমবার (৭ জানুয়ারি) শপথ নিয়ে প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান, অতিরিক্ত সচিব মো.ইমরান, মিজানুর রহমান, মোকাব্বির হোসেন, বিপিসি’র চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির সিইও জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বিমানের এমডি এম মোসাদ্দিক আহমেদ, হিলের এমডি আলমগির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাহবুব আলী একাদশ জাতীয় সংসনদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/জেএ/এমএনএইচ

বিজ্ঞাপন

পর্যটন বিমান প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর