Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক


১২ জানুয়ারি ২০১৯ ০৯:৫৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ নদীতে আটকে পড়া ৬টি ফেরি ঘাটে ফিরেছে। ফেরি পরাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে পড়েছিল দুই শতাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মো. সালাউদ্দিন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাউদ্দিন জানান, গতকাল মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। আজ সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে হাসনা হেনা, শাহজালাল, মাধবী লতা, কুমারী, কাবেরী ও রজনীগন্ধা নামে ছয়টি ফেরি আটকে পড়ে। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান এ নৌ কর্মকর্তা।

পাটুরিয়াঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাক মিলে দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া ফেরিঘাট ফেরি চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর