আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০
১২ জানুয়ারি ২০১৯ ১৩:২৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সাভার: সরকার ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণ, বাস্তবায়ন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী বাসসহ ১৫টি গাড়ি। শিল্প পুলিশ-১ পরিচালক সানা শামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ২০টি পোশাক কারখানার ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দিচ্ছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে জামগড়া এলাকায় শ্রমিকরা কাজে যোগ দেয়ার কিছুক্ষণ পর বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় বাধা দিলে শ্রমিকরা বাসসহ ১৫টি গাড়ি ভাঙচুর করে। এতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।
শিল্প পুলিশ-১ পরিচালক সানা শামিনুর রহমান বলেন, মজুরি বৈষম্যের অভিযোগে তৈরি পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পোশাক কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামানসহ সাজোয়া যানবাহন।
সারাবাংলা/এমএইচ