বাবাকে বাঁচাতে গিয়ে শিশু সন্তান বিদ্যুৎস্পৃষ্ট, দুজনেরই মৃত্যু
১৪ জানুয়ারি ২০১৯ ২২:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার মো. সালাউদ্দিন (৫০) এবং তার ছেলে সোহরাব (১২)। সোহরাব স্থানীয় করমবক্স উচ্চ বিদ্যায়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান জানান, সন্ধ্যায় সালাউদ্দিন এবং তার ছেলে সোহরাব নিজেদের জমিতে পানি সেচ দিতে যান। সেখানে পল্লী বিদ্যুতের খুঁটির টানা তারের স্পর্শে প্রথমে স্পৃষ্ট হস মো. সালাউদ্দিন। তাকে ছটফট করতে দেখে বাঁচাতে আসে শিশু সোহরাব। এতে সেও স্পৃষ্ট হয়। ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু
পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া তারের সঙ্গে ওই টানা তারটির সংযোগ ছিল। এতেই দুর্ঘটনাটি ঘটেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মাইজদি ফায়ার ষ্টেশন থেকে উদ্ধারকারী দল এনে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বাবা-ছেলের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএমএন