Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এসিআইয়ের ৫ কর্মীর মৃত্যু


১৫ জানুয়ারি ২০১৯ ১৫:৩৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এসিআই কোম্পানির পাঁচ কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

মৃতরা হলেন— ঢাকা খিলগাঁয়ের বাসিন্দা অপু (৩৩) ও তার স্ত্রী ঝুমুর (২০), পরশ (৩২), রিজন (৩১) এবং হাসান জামান (৩২)।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার।

তিনি জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ জনের সবাই এসিআই কোম্পানিতে কাজ করেন। তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, সিলেট যাওয়ার পথে বীরপাশায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসের চালকসহ আহত চার জনকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ

গাড়ি দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর