সক্রিয় হয়ে উঠেছে ফিলিপাইনের মেয়ন আগ্নেয়গিরি
১৫ জানুয়ারি ২০১৮ ১৭:০৪
সারাবাংলা ডেস্ক
ফিলিপাইনের লুজান দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেয়ন অগ্নিউৎপাতের আশংকা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন থেকেই আগ্নেয়গিরিটি থেকে ছাই ও পাথর খণ্ড উদ্গীরণ হচ্ছে এখন পাহাড়ের গা বেয়ে লাভা নেমে আসতেও দেখা যাচ্ছে।
মেয়ন একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং এর বিধ্বংসী অগ্নি উৎপাতের জন্য সুপরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, সামনে কী হয় তা নিয়ে আমরা খুব ভয়ে আছি কারণ আমাদের মনে মেয়নের শেষ ধ্বংসলীলার অভিজ্ঞতা এখনও তাজা।
সর্বশেষ ২০১৪ সালে মেয়ন আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়। সেসময় প্রায় কয়েকশ লোক প্রাণ হারান।
এখন পর্যন্ত কয়েক হাজার স্থানীয়কে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।
সারবাংলা/এমএ