Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমিরায় ৬ লাখ টাকা, কাস্টম কর্মকর্তা রিমান্ডে


১৬ জানুয়ারি ২০১৯ ১৯:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: কাস্টম হাউজ থেকে ছয় লাখ টাকাসহ গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম খায়রুল আমিন এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, দুদকের তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত একদিন মঞ্জুর করেছেন।

গত ১০ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান চালায় দুদকের প্রধান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বিত টিম। এসময় কাস্টমের স্টাফ শাখায় দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনের অফিসকক্ষের আলমিরায় তল্লাশি করে নগদ ৬ লাখ টাকা পাওয়া যায়।

পরে নাজিম উদ্দিনকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে কাস্টম।

সারাবাংলা/আরডি/এমএইচ

আলমিরা চট্টগ্রাম দুদক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর