Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী শহর ও আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না কাল


১৭ জানুয়ারি ২০১৯ ২০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নরসিংদী শহর ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামী শুক্রবার (১৮ জানুয়ারি)। গ্যাস লাইন নির্মাণের কারণে এদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা এসব এলাকায় গ্যাস থাকবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী ডিআরএস-এর মডিফিকেশন কাজসহ আদুরী নিট কম্পোজিট লিমিটেড পর্যন্ত ১২ ইঞ্চি গ্যাস লাইন নির্মাণ কাজ করা হবে। এই কাজের জন্য নবনির্মিত রেগুলেটিং রানের সঙ্গে বিদ্যমান রানের সংযোগ দিতে টাই ইন কাজ চলার সময় নরসিংদী ভাল্ব স্টেশনের ১৬ ইঞ্চি ইনলেট ভাল্ব বন্ধ রাখা হবে। এর ফলে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা নরসিংদী শহর ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এমএনএইচ

গ্যাস নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর