Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুখবর পাওয়ার আশা করছেন ইবতেদায়ী শিক্ষকরা


১৬ জানুয়ারি ২০১৮ ১০:২১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩০

ফাইল ছবি

সিনিয়ার করেসপন্ডেন্ট

ঢাকা: আমরণ অনশনরত মাদ্রাসা শিক্ষকরা আজ মঙ্গলবাল (১৬ জানুয়ারি) সুখবর পাওয়ার আশা করছেন। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিবের দাবি, আজই তাদের জন্য প্রত্যাশিত খবরটি আসছে বলে তিনি নিশ্চিত হতে পেরেছেন। এদিকে টানা ৮ম দিনের মতো অনশনে থাকা শিক্ষকদের মধ্যে  এ পর্যন্ত ১৭৭জন  অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা আশা করছি, আজকে একটা সুখবর আমাদের জন্য আসবে। আমরা সেই সুখবরের প্রত্যাশায় রইলাম। আপনারা জানেন, বছরের পর বছর আমরা বেতন-ভাতার বিষয়ে কষ্ট করে আসছি, বঞ্চিত হয়ে আসছি। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে ফিরিয়ে দেবেন না, সুখবর আসছে।’

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে গত ৩১ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচি শুরু করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার কয়েক হাজার শিক্ষক। পরে তা আমরণ অনশনে রূপ নেয়। গতকাল (১৪ জানুয়ারি) টানা ৬ দিনের আমরণ অনশনের শিক্ষামন্ত্রীর দফতর থেকে আলোচনার জন্য ডাক আসে শিক্ষকদের। তবে সারাদিন দফায় দফায় আলোচনা হলেও শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়ায় তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সারাবাংলা/এমইউএস/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর