Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কাদায় আটকে পড়া গরুর গাড়ি: কাদের


২২ জানুয়ারি ২০১৯ ১৫:৫৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপির বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো। বিএনপি কাদায় আটকে গেছে, ভুলের কাদায়।’ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিআরটিসি কর্মকর্তাদের হুঁশিয়ারি, লিজের গাড়ির হিসাব চান মন্ত্রী

সেতুমন্ত্রী বলেন, ‘ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো লক্ষণ দেখছি না। বিএনপি মহাসচিবের মুখে এখন শোচনীয় ব্যর্থতার অসংলগ্ন প্রলাপ শুনতে পাচ্ছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব কে হবে, না হবে, তারাই ঠিক করবে। তবে মির্জা ফখরুল সজ্জন মানুষ। অন্য আবাসিক প্রতিনিধিদের মতো নন। তার মুখে ভাষা কখনো খারাপ দেখিনি। বিএনপির চাহিদা পূরণে তিনি সব দিক থেকে ব্যর্থ।’

আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে বিআরটিসি ডিপোতে তালা

স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘গত উপজেলা নির্বাচনে বিএনপি ভালো ফল করেছে। বিশেষ করে প্রথম পর্যায়ের নির্বাচনে। এখন কী কারণে তারা উপজেলা নির্বাচনে অংশ নেবে না, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার।’

 সারাবাংলা/এসএ/এমএইচ

আরও পড়ুন

ভারত থেকে ঢাকার দিকে বিআরটিসির নতুন বাস বহর

দিনাজপুরে বিআরটিসি’র বাসডিপো ও শরীফ মার্কেটে আগুন

বেতন বকেয়ায় ‘পাংচার’ বিআরটিসি

বেতনের দাবিতে বন্ধ বিআরটিসি

ওবায়দুল কাদের বিএনপি সড়ক ও সেতুমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর