সুষ্ঠু পরিবেশের আলামত নেই : রিজভী
১৬ জানুয়ারি ২০১৮ ১৩:২৭
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনী মাঠে সুষ্ঠু পরিবেশের কোনো আলামত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী জানান, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবারো আরেকটি নীল নকশা ও ভোট ডাকাতির নির্বাচন করবে কিনা সে প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হওয়া সাম্প্রতিক নির্বাচনগুলো ছিল সেরা প্রহসন।
বিএনপির পক্ষ থেকে তিনি সিইসিসহ নির্বাচন কমিশনে ডিএনসিসি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উদ্যোগ নিতে আহ্ববান জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রাজনৈতিক সহাবস্থান তৈরির পদক্ষেপ নিন। ধানের শীষের প্রার্থী ও সমর্থকরা যাতে নির্ভয়ে নির্বাচনের মাঠে কাজ করতে পারেন সে ব্যবস্থা নিন। সেনাবাহিনী মোতায়েন করে ভয়-ভীতিমুক্ত পরিবেশ তৈরি করুন।’
ডিএনসিসি নির্বাচনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আন্তরিক হয় তাহলে তাবিথ আউয়াল জনগণের বিপুল ভোটে বিজয়ী হবেন।
এ সময় তিনি তাবিথ আউয়ালের যোগ্যতা সম্পর্কে বলেন, তাবিথ আউয়াল অত্যন্ত সহৃদয়, সদালাপী ও অন্যের প্রতি আন্তরিক। তিনি যেভাবে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তাতে তিনি আধুনিক ঢাকা গড়তে সক্ষম হবেন বলেই জনগণ বিশ্বাস করে। বিএনপির পক্ষ থেকে আমি ডিএনসিসি নির্বাচনে তাবিথ আউয়ালের পক্ষে ২০ দলীয় জোটসহ সাধারণ জনগণকে তার পাশে দাঁড়াতে ও ভোট দিতে আহ্বান জানাচ্ছি।
‘নির্বাচনকালীন সরকার নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য পরস্পরবিরোধী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শ্রবণ ইন্দ্রিয়তে সমস্যা থাকতে পারে। কিন্তু জাতি বারবার বিএনপিসহ বিরোধী দলগুলোর সুস্পষ্ট উচ্চারণ শুনেছে যে, বর্তমান সংসদ এবং প্রধানমন্ত্রীকে বহাল রেখে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না।
সারাবাংলা/এসআর/এমএ/একে