Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে বাসের ধাক্কায় শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু


২৩ জানুয়ারি ২০১৯ ২৩:২৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ২৩:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসার পথে বুধবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। মহাসড়কের সাতকানিয়া হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান।

বিজ্ঞাপন

মৃত জোবায়দুল হক ফাহাদ (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে দায়িত্বরত আছেন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, ফাহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলেন। সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গেলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফাহাদ হাটহাজারী উপজেলার বাসিন্দা সাবেক ফুটবলার মনজুরুল হকের ছেলে। নগরীর চান্দগাঁও এলাকায় তাদের বাড়ি।

সারাবাংলা/আরডি/এমএইচ

মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর