বগুড়ায় শীতের পিঠা উৎসব
২৪ জানুয়ারি ২০১৯ ১৯:০৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া: জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করতোয়া মাল্টি মিডিয়া স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় শীতের পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই সৎসব শুরু হয়।
দিনভর উৎসব চলাকালে নাচ-গানে মেতে ওঠে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য উৎসবের আয়োজন করা হলেও তাতে যোগদেন শিক্ষার্থীদের অভিভাবকগণও।
করতোয়া মাল্টি মিডিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উৎসবের উদ্বোধনী পর্বে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের দেশের ঐতিহ্যর সঙ্গে পরিচিত করাতে এবং একটি দিন আনন্দঘন পরিবেশে কাটাতেই এই উৎসবের আয়োজন।
পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামসুল আলমসহ অতিথিবৃন্দ উৎসবে অংশ নেওয়া ১২টি পিঠার স্টল ঘুরে দেখেন। প্রতিটি স্টলেই তেলপিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, তালি পিঠা, পাকড়া, পাঁপড়, ঝাল পিঠা, ফুলঝুড়িসহ হরেক পদের পিঠা স্থান পায়।
সারাবাংলা/এমআই