Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির সঙ্গে কোনো আপস নেই: প্রতিমন্ত্রী ফরহাদ


২৫ জানুয়ারি ২০১৯ ০৫:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মেহেরপুর: সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত থাকার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ‘জনগণ যাতে করে জনপ্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পেতে পারে সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।’ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর সার্কিটি হাউজে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ১২৩ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। সে ক্ষেত্রে দুর্নীতি করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি দুর্নীতি করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। একইভাবে দুর্নীতির বিরুদ্ধেও এই সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কোনো আপস নেই।

মন্ত্রী বলেন, জনপ্রশাসনকে জনবান্ধব করে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষ যাতে জনপ্রশাসনের কাছে থেকে নিরাপত্তা পায়, সুবিধা পায় এবং সে তার কাঙ্ক্ষিত সেবা পাই সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।। জনপ্রশাসনকে আরও জনবান্ধব ও জনকল্যাণমুখী হিসেবে তৈরি করতে চাই।

মুজিবনগর-অধ্যুষিত মেহেরপুরের প্রথম মন্ত্রী হিসেবে তিনি বলেন, আমি গর্বিত এমন একটি এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে। সে ক্ষেত্রে মেহেরপুর ও মুজিবনগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানায় এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ায়।

এরআগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে মেহেরপুরে পৌঁছান মন্ত্রী। জেলার শেষ সীমান্ত মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুর মোড়ে তাকে ফুল দিয়ে বরণ করে সাধারণ মানুষ। পরে তিনি পৌর কবরস্থানে বাবা ছহী উদ্দীন ও মা ফজিলাতুন্নেছার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ

দুর্নীতি মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর