Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, ১ জনের মৃত্যু


২৫ জানুয়ারি ২০১৯ ১২:৩৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুরে শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলিন্ডারের মালিক সিদ্দিক মিয়া (৫৫) মারা গেছেন। জান্নাতুল মেহজাবিন স্কুলের এক শিক্ষার্থীও আহত হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান সেলিম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, স্কুলটিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজ-সজ্জার কাজে ব্যবহারের জন্য বেলুন প্রয়োজন ছিল। সে কারণে সিদ্দিক মিয়া নামে একজনকে নিয়ে আসা হয়। বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরিত হলে সিদ্দিক মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সিদ্দিক মিয়ার মরদেহ পরে সোহারাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জান্নাতুল মেহজাবিন নামে এক স্কুলছাত্রীও সামান্য আহত হয়েছে।

সারাবাংলা/এসএইচ/টিআর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর