Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. পুনম সিং ২য় মেয়াদে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক


২৭ জানুয়ারি ২০১৯ ১৪:৪১

।। সারাবাংলা ডেস্ক ।।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) বা বিশ্ব স্বাস্থ্যসংস্থার, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন ডক্টর পুনম খেত্রাপল সিং। তাকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ০১ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ড. পুনম-এর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু হবে।

রোববার (২৭ জানুয়ারি) জেনেভো ভিত্তিক সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতভাবে ড. পুনম সিংকে আবারও নিয়োগের সিদ্ধান্ত হয়। ড. সিং কে অভিনন্দন জানিয়েছেন ডব্লিউএইচও’র মহা-পরিচালক ডক্টর টেডরুস আদানম গেব্রেসাস।

গেব্রেসাস বলেন, সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম আঞ্চলিক নারী পরিচালক হিসেবে, ড. পুনম গতিশীল নেতৃত্ব প্রদান করেছেন। পৃথিবীর অন্যতম বৃহৎ এই রোগাক্রান্ত জনগোষ্ঠী তার দায়িত্বে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে।

অপরদিকে ড. পুনম তার বক্তব্যে জানান, আবারো নিয়োগ প্রাপ্তি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে ও কাজের ক্ষেত্রে সুযোগ করে দিয়েছে।

সারাবাংলা/এনএইচ

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর