Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে: ড. কামাল


৩০ জানুয়ারি ২০১৯ ১৭:৩৯

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন (ছবি: হাবিবুর রহমান)

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য অটুট থাকবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামালে হোসেন।  তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টকে বিতর্কিত করার চেষ্টা চলছে।’ বুধবার বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ড. কামাল বলেন, ‘আমাদের ঐক্য এখনো অটুট আছে।  কারণ, এই ঐক্য ১৬ কোটি মানুষের সঙ্গে ঐক্য।  ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে গণবিরোধী শক্তিকে প্রতিহত করা হবে।’

ড. কামাল বলেন, ‘আমাদের সংবিধানে লেখা আছে, দেশের মালিক জনগণ। সেটাকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, সে বিষয় নিয়েই আমাদের কাজ করতে হবে। শুধু কথা বললেই হবে না। প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা করতে হবে। যেন জনগণের হাতে জাতীয় সম্পদ থাকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণ যেন অংশগ্রহণ করতে পারে, তাদের অভিমত থাকে, সেই ব্যবস্থা করতে হবে।’

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে ড, কামাল বলেন, ‘এখন আমাদের ১৬ কোটি মানুষকে সত্যিকার অর্থে দেশের মধ্যে, সমাজের মধ্যে বৃহত্তর স্বার্থে সংগঠিত করতে হবে। সংগঠিত জনগণকে সব স্তরে সজাগ থাকতে হবে। দেশের সম্পদ জনস্বার্থে কাজে লাগানো হচ্ছে কি না— সংগঠিত শক্তির মাধ্যমে সেটাকে পাহারা দিতে হবে।’

গণবিরোধী শক্তি দেশের সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করছে কি না— সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন প্রবীণ এই রাজনীতিক। তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পার করছি। এখন ৫০ বছর হতে চলছে। আমি মনে করি, এখন আমরা যে ঐক্যর ভিত্তিতে, তার মূল লক্ষ্য হলো দেশকে আরও শক্তিশালী করা। ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যন্ত যদি সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে জনগণ, তাহলে কেউ আর জনগণকে ধোঁকা দিতে পারবে না। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ হলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।’

গণফোরামের দুই এমপি শপথ নেবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আজকের বৈঠকে এই এজেন্ডা ছিল না। বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।’

একাদশ জাতীয় সংসদের আজ প্রথম অধিবেশন। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আজকের যে সংসদ, এটার ওপর আমরা আলাদা আলোচনা করব। এটার ওপর এজেন্ডাভিত্তিক আলোচনা হবে। আমরা সব সময় চাই সংসদ কার্যকর হোক। সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকুক।’

প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবেন কি না?— এমন প্রশ্নের কোনো জবাব দেননি ড. কামাল হোসেন। তবে পাশ থেকে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘এটা আমাদের দলীয় প্রোগ্রাম। এখানে এসব বিষয় নিয়ে আলোচনা হয়নি।’

জাতীয় ঐক্যফ্রন্টকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ড. কামাল হোসেনকে নেতৃত্ব থেকে সরে যেতে হবে— বিএনপির এক নেতার এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ড. কামাল বলেন, ‘এসব বিষয় নিয়ে আজ কোনো বক্তব্য দিতে চাই না। আমরা চাই জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্য, জনগণের ঐক্য।’

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাঈদ, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়াসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমএনএইচ

ঐক্যফ্রন্ট ড. কামাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর