পাঁচ দিনের পুলিশ সপ্তাহ শুরু
৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৭
সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক–জঙ্গি নির্মূল করি’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ।
সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী পাচঁ দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পুলিশ সপ্তাহ।
প্রথম দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে উদ্বোধন করবেন পুলিশ সপ্তাহ। সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
পুলিশ সপ্তাহের প্রথম দিনে ৩৪৯ জন পুলিশ সদস্যকে তাদের সাহসিকতা, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, সততা এবং শৃঙ্খলার জন্য মেডেল প্রদান করবেন প্রধানমন্ত্রী ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি এক গেজেটে জানিয়েছে, গত বছরের (২০১৮) সার্ভিসের ওপর ভিত্তি করে ৪০ জন পাবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জন প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম), ১০৪ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ১৪৩ জন পাবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা)।
এবছর (২০১৯) পুলিশ পদক যারা পেতে যাচ্ছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, পুলিশ সদর দফতরের ডিআইজি আনোয়ার হোসেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার লতিফ খান, কর্ণেল মো: জাহাঙ্গীর আলম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মীর শহিদুল ইসলাম, পুলিশের অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী, ইকবাল বাহার, ডিআইজি হাবিবুর রহমান এবং সিটিটিসি’র ডেপুটি কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার।
এছাড়া জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের নিহত ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন ও ডিএমপির কনস্টেবল মরহুম মো. শামীম মিয়াকে মরণোত্তর বিপিএম অ্যাওয়ার্ড দেওয়া হবে।
পুলিশ সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর সম্মেলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন, উর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গের সম্মেলন, উর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, পুরস্কার বিতরণ (আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র/মাদক উদ্ধার প্রভৃতি), অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে কর্মরত পুলিশ অফিসারদের পুনর্মিলনী, মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে আইজিপি’র সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ইত্যাদি।
৮ ফেব্রুয়ারি শুক্রবার আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে শেষ হবে পুলিশ সপ্তাহের।
সারাবাংলা/এজেডকে/পিএ