‘৫ বছরের মধ্যে প্রতিটি বিভাগে একটি করে ক্যানসার হাসপাতাল’
৪ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সরকার দেশের সবগুলো বিভাগে একটি করে একশ শয্যার ক্যানসার হাসপাতাল নির্মাণের কাজ শেষ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রতি বিভাগে ক্যানসার চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনসহ প্রশিক্ষিত জনবল নিয়োগ দেওয়া হবে।’
সারাদেশে ক্যানসার রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার ব্যবধান ঘোচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে এই অঙ্গীকার সংযুক্ত করা হয়, জানিয়ে মন্ত্রী বলেন, ‘ক্যান্সার রোগের চিকিৎসা ব্যক্তি, সংসার, সমাজ ও রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে বিপন্ন করে ফেলে। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এই চিকিৎসার সহজলভ্যতা বিভাগ পর্যন্ত নিশ্চিত করতে পারলে সারাদেশের লক্ষ লক্ষ মানুষ কম খরচে এই সেবা পেত পারবে। তাদেরকে আর রাজধানীমুখী হতে হবে না।’
তিনি হাসপাতালের লিকুইড অক্সিজেন প্ল্যান্ট, এম আর আই, সিটি স্ক্যান মেশিন এবং ডে কেয়ার কেমোথেরাপির কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন এবং বিভাগগুলোর কার্যক্রম পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ক্যানসার প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে সকলকে নজর দিতে হবে।’ এ লক্ষ্যে জনসাধারণের জীবনাচারণ ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে। তিনি বলেন, ‘ভেজালযুক্ত, কৃত্রিম রং মেশানো খাবার পরিহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের মাঝে কায়িক পরিশ্রমের অভ্যাসও বাড়াতে হবে। ক্যানসারসহ অনেক অসংক্রামক রোগের কারণ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোর কর্মসূচি জোরদার করতে হবে।’
হাসপাতালে গিয়ে রোগীরা যেন আন্তরিক চিকিৎসা পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারে এ লক্ষ্যে সচেতন থেকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতি পুনরায় নির্দেশ দিয়ে বলেন, ‘হাসপাতালে রোগী বা স্বজনের মুখে হাসি ফুটিয়ে তোলার দায়িত্ব ডাক্তার-নার্সদের। হাসপাতালে অনুপস্থিতি নিয়ে কোনো অভিযোগ কাম্য নয়।’
ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপিকা ডা. নাসিমা সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।
সারাবাংলা/জেএ/এমআই