Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকলেট কিনতে গিয়ে প্রাণ গেল সুমাইয়ার


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে আসার পথে চকলেট কিনতে রাস্তা পার হচ্ছিল শিশু সুমাইয়া। এসময় পেছন থেকে আসা একটি অটোরিক্সার চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মঙ্গলবার (৫ ফ্রেব্রুয়ারি) নারায়ণগঞ্জের শহরের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুসরাত আক্তার সুমাইয়া শহরের আর্দশ আলিম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবা বরিশাল জেলা বাকেরগঞ্জ এলাকায় সোহেল মিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে আসার পথে চকলেট কিনার কথা বলে রাস্তার পার হওয়া সময় একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দেয়।

বিজ্ঞাপন

এঘটনায় পর অটোরিক্সার চালক পালিয়ে যায় বলে জানান এসআই মিজানুর রহমান।

শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএইচ

শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর