Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল পদ্ধতিতে ঢাকা বদলে দেওয়ার ইশতেহার আতিকুল ইসলামের


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২০

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা: ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ঢাকা বদলে দেওয়ার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ প্রেরণ ও সমাধান দিয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকা‌লে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনি ইশতেহার ঘোষণার পর আতিকুল ইসলাম ‘সবাই মিলে সবার ঢাকা’ স্লোগান উল্লেখ করে নাগরিক ও প্রশাসন এক হয়ে সুস্থ, সচল এবং আধুনিক ঢাকা গড়ে তোলার আহ্বান জানান। এজন্য ইশতেহারে ডিজিটাল উদ্যোগগুলো থাক‌তে হ‌বে, ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ, অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যা সরাসরি অভিযোগ প্রেরণ ও সমাধান, সকল নগরপরিবহণ ব্যবস্থার জন্য একটি ডিজিটাল-সমন্বিত ই-টিকিটিং সেবা চালু করা হবে। এছাড়া, নাগরিক সমস্যা সমাধানে পাশাপাশি ডিজিটাল আরও নানা পদক্ষেপ থাকবে।

নগরবাসীদের সঙ্গে মিলে নাগরিক সমস্যা সমাধানের ওপর গুরুত্ব জোরদার করতে চাই জানিয়ে মেয়র প্রার্থী ব‌লেন, ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনারও। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এই নগরীর প্রাপ্য। আমি বিশ্বাস করি আমরা সবাই যে যার জায়গা থেকে ন্যুনতম করণীয়টা পালন করলে সত্যিকার অর্থে অতিকাঙ্ক্ষিত আধুনিক, গতিময় এবং প্রগতিশীল নগরি পাওয়া সম্ভব হবে।

এছাড়া, মেয়র প্রার্থী তার ইশতেহারে পূর্ববর্তী মেয়রের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নতুন পরিকল্পনার কথা জানান। এর মধ্য মশা নিধন, বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, খেলাধুলা ও অন্যান্য গঠনমূলক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত মাঠ তৈরি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বহুতল ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাংস্কৃতিক ও অন্যান্য পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম

মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর