কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ২ আরোহীর মৃত্যু
১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদরের সতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই আরোহী মারা গেছেন। এসময় আরও দু’জন আহত হয়েছেন।
হতাহতরা সবাই জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের বাসিন্দা। তারা একটি মামলায় হাজিরা দিয়ে জেলা শহর থেকে সিএনজি অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
নিহতরা হলেন— চারিগ্রামের মৃত কাসু মিয়ার ছেলে মোক্তাদির মিয়া ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব মিয়া।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিকী জানান, অটোরিকশাটি কিশোরগঞ্জ শহর থেকে ছেড়ে সতাল এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত এরশাদ ও মনিরুলকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/টিআর