প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেলের খনন কাজের উদ্বোধন করবেন কাল
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৬
।। মীর মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৪ ফেব্রুয়ারি) কর্ণফুলী টানেল প্রকল্পে খনন কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওবায়দুল কাদের সারাবাংলাকে বলেন, ‘আগামীকাল রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিবিএম মেশিন দিয়ে কর্ণফুলী টানেল প্রকল্পে খনন কাজের উদ্বোধন করবেন।’
মন্ত্রী জানান, ‘কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনী নিয়েছে। নিরাপত্তার জন্য প্রায় ৬৫ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেছে নৌবাহিনী।’
হাজারো ‘কর্মবীরের’ ঘামে-শ্রমে রচিত হচ্ছে কর্ণফুলীর নতুন ইতিহাস
নদীর ১৬০ ফুট গভীরে শক্তিশালী ‘টানেল বোরিং মেশিন-টিবিএম (Tunnel Boring Machine-TBM)’ দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করা হচ্ছে। এই সুড়ঙ্গ পথেই বাস্তবায়ন হবে উন্নয়নের মহাসড়কে থাকা বাংলাদেশের আরেকটি স্বপ্নের প্রকল্প ‘কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প।’
বাংলাদেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৮০ ভাগ যোগানদাতা বন্দর নগরী চট্টগ্রামের দু’টি গুরুত্বপূর্ণ অঞ্চল পতেঙ্গা ও আনোয়ারার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করবে এই টানেল। নগরীর মাঝ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা গভীর কর্ণফুলীর তলদেশের আরও গভীর পাতাল পথে তৈরি হচ্ছে এই টানেল। প্রায় ১০ হাজার কোটি টাকা (৯,৮৮০) ব্যয়ে এই প্রকল্পে বাংলাদেশ সরকার দিচ্ছে প্রায় চার হাজার কোটি টাকা (৩,৯৬৭ )। বাকি প্রায় ছয় হাজার কোটি (৫,৯১৩) টাকা দিচ্ছে চীন সরকার।
সারাবাংলা/এমএমএইচ/এসএমএন