Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রমেই সংকটাপন্ন হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা: চিকিৎসক


৩ মার্চ ২০১৯ ১৫:২৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমেই সংকটাপন্ন হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের এই ভালো, এই খারাপ পরিস্থিতিতে রয়েছেন।’ রোববার (৩ মার্চ) দুপুরে কা‌র্ডিওল‌জি বিভাগের সামনে সাংবাদিকদের তি‌নি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

 এ সময় তার পা‌শে বিশ্ববিদ্যাল‌য়ের প্রো-ভি‌সি শ‌হিদুল্লাহ শিকদার ছি‌লেন।

সৈয়দ আলী আহসান বলেন, ‘২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে তার সার্বিক অবস্থা সম্প‌র্কে কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর নেওয়ার মতো প‌রি‌স্থি‌তি‌তে নেই।’

কার্ডিওলজি বিভাগের প্রধান আরও বলেন, ‘তার (ওবায়দুল কা‌দের) তিন‌টি ব্লকের ম‌ধ্যে এক‌টি যেটা প্রধান অর্থাৎ এলই‌ডিতে যে ৯৯ ভাগ প্রবলেম ছি‌ল, শুধু সে‌টি‌কে সা‌রিয়ে‌ছি। এরপর একটু উন্ন‌তির দি‌কে গিয়ে‌ছিল। কিন্তু সেটা পর্যাপ্ত নয়।’ তিনি আরও বলেন, ‘বা‌কি ব্লকগু‌লোও সারানো দরকার। কিন্তু তার শারী‌রিক অবস্থা যা, তাতে বা‌কি দুটো এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে বিপদ ঘটবে। আমরা আসাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর‌ছি। সব সোর্স আমরা ইউজ কর‌ছি।’

আরও পড়ুন:  ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’

এক প্রশ্নের জবাবে সৈয়দ আলী আহসান বলেন, ‘‌বর্তমানে যেভা‌বে চি‌কিৎসা চলছে, সেভাবে চালাতে বলেছে মে‌ডিকেল বোর্ড।’

এর আগে, রোববার (৩ মার্চ) ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের নেতৃত্বে মেডিকেল বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, চৌধুরী, অ্যানেস্থেশিয়া বিভাগের অধ্যাপত ডা. দেবব্রত ভৌমিক, অধ্যাপক ডা. একেএম আক্তারুজ্জামান, কার্ডিও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক, অধ্যাপক অসিত বরণ অধিকারী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান, ডা. তানিয়া সাজ্জাদ, প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিয়েশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এমএনএইচ

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর