Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদমদীঘিতে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩


৯ মার্চ ২০১৯ ১৯:৪৩

।। বগুড়া প্রতিনিধি।।

ঢাকা: বগুড়ার আদমদীঘিতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্যামল সাহা (৪৮), আফজাল (৩৫) ও শহিদুল (৫৫)।

নিহত শ্যামল সাহা দুপচাঁচিয়ার শেরপুর গ্রামের জগনাথ সাহার ছেলে। আফজাল নুরপুরের জসিম সোনারের ছেলে ও শহিদুল আদমদীঘির পোওতা গ্রামের উজির উদ্দীনের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলা উনহাত সিংড়া গ্রামের মহসিনের ছেলে রাশেদুল ইসলাম (৩২), আদমদীঘির শিপপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আলিম (৩০) ও দিনাজপুরের আনছার আলীর ছেলে সোহেল (৩২)।

আহতদের প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মুরইল বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।

সংঘর্ষে প্রাইভেটকার ও অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে—জানান ওসি।

সারাবাংলা/একে

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর