দুই টাকার ছাত্র বলল ছেলে,পদত্যাগে বাধ্য হলেন বাবা
১০ মার্চ ২০১৯ ১৩:১১
।। ঢাবি করেসপন্ডেন্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.মিজানুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই হলের নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড.মো. অলিউর রহমান।
এরে আগে গত শুক্রবার হলে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে হল প্রভোস্ট মিজানুর রহমানের ছেলে কাতার ডিঙিয়ে সামনে যাওয়ার সময় এক ছাত্রের মাথায় পা লাগান। পরে নামাজ শেষে ওই ছাত্র তার পরিচয় জিজ্ঞাসা করলে তিনি তার বাবাকে ডেকে আনেন এবং বলেন, ‘দুই টাকার ছাত্র হয়ে আমার পরিচয় জানতে চাচ্ছে।’ এই কথায় হলের সব শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা প্রভোস্টকে তার ছেলেসহ দুইঘন্টা অবরুদ্ধ করে রাখেন এবং পদত্যাগ দাবি করেন।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে ‘২ টাকার ছাত্র বলায়’ বিক্ষোভ
এতে হল প্রভোস্ট পদত্যাগপত্র লিখে প্রক্টরিয়াল বডির সাহায্যে হলত্যাগ করেন। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দেন।
নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামুজ্জান সারাবাংলাকে বলেন, চিঠি ইস্যু হয়ে চলে গেছে।
অধ্যাপক ড.অলিউর রহমান জানান তিনি ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সারাবাংলা/কেকে/জেডএফ