Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লাস্টিক কাঁচামালের গোডাউনে অভিযান নয়: সাঈদ খোকন


১০ মার্চ ২০১৯ ১৮:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: পুরান ঢাকার প্লাস্টিক কাঁচামাল ও পাল্টিক দানার গোডাউন টাস্কফোর্সের অভিযানের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি আরও বলেন, যেসব বাসা-বাড়িতে ইউটিলিটি সার্ভিস এরইমধ্যে কেটে দেওয়া হয়েছে, সেসব দ্রুত লাগিয়ে দেওয়া হবে।

রোববার (১০ মার্চ) রাজধানীর চকবাজার চুরিহাট্টা এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্লাস্টিক দানা দাহ্য পদার্থ হিসেবে গণ্য করায় টাস্কফোর্সের অভিযানের আওতায় নেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগের ফলে গত ৫ মার্চ নগর ভবনে বিস্ফোরক অধিদফতরের প্রধান পরিদর্শক শামসুল আলমকে প্লাস্টিক দানা দাহ্য পদার্থ কিনা তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়। ওই নির্দেশনা মেনে বিস্ফোরক অধিদফতর প্রতিবেদন পেয়ে প্লাস্টিক দানা বা প্লাস্টিকের কাঁচামাল অভিযানের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়র বলেন, শুধুমাত্র কেমিক্যাল গোডাউনের ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কেমিক্যাল গোডাউনের মালামাল সরিয়ে নেওয়ার পর কেবল ওই ভবনে ইউটিলিটি সার্ভিসের পুনঃসংযোগ দেওয়া হবে।

যেকোনো উপায়ে কেমিক্যাল গোডাউন পুরান ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে বলে এসময় জানান মেয়র।

সারাবাংলা/ইউজে/এনএইচ

কেমিক্যাল গোডাউন টাস্কফোর্সের অভিযান

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর