বিমানের টয়লেট থেকে ১২ কেজি সোনা উদ্ধার
১১ মার্চ ২০১৯ ১২:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১২:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি ১২৮ অরুণালয়ের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।
সোমবার (১১ মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী।
তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় বিমানটিতে অভিযান চালানো হয়। বিমানের ভেতরে টয়লেটের লুকিং গ্লাসের পেছনে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্বার করা হয়। উদ্ধারকরা সোনার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা।
উল্লেখ্য, দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এর ধারা ১৬৪ অনুযায়ী এয়ারক্রাফট তল্লাশী বা থামানোর ক্ষমতা কাস্টমসকে দেয়া হয়েছে। একই সাথে বিমানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় সোনা পাওয়া যাওয়ায় বিমানটি জব্দ করা হবে বলে জানা গেছে।
সারাবাংলা/এসজে/জেএএম