Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
বড় জয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ০৯:২০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১২:২৩

ভিনি-রদ্রিগোতে বড় জয় পেয়েছে রিয়াল

চ্যাম্পিয়নস লিগে এবারের সময়টা ভালো কাটছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টে সরাসরি শেষ ১৬তে যাওয়ার লড়াইয়ে শুরুতেই অনেক পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের ৭ম ম্যাচে ভিনিসিয়াস ও রদ্রিগোর জোড়া গোলে সলজবুর্গকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল রিয়াল।

প্রথমবার সলজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পুরোটা সময় দাপট ছিল স্বাগতিকদেরই। ২৩ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন রদ্রিগো। জুড বেলিংহামের অ্যাসিস্টে গোল করেন এই ব্রাজিলিয়ান। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। বেলিংহামের বাড়ানো বলে চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়ান রদ্রিগো। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় রিয়াল। ৪৮ মিনিটে গোল পান কিলিয়ান এমবাপে। ৫৫ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে দারুণ এক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ৭৭ মিনিটে সলজবুর্গের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভিনি। এই গোলে অ্যাসিস্ট ছিল ভালভার্দের।

৮৫ মিনিটে সান্ত্বনার গোল পায় সলজবুর্গ। ম্যাডস বিসট্রাপের গোল শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে আছে রিয়াল। সরাসরি শেষ ১৬ নিশ্চিত না হলেও অন্তত প্লে-অফে খেলা নিশ্চিত হয়েছে রিয়ালের।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর