ডাকসু ভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে: ভিসি
১১ মার্চ ২০১৯ ১৫:৩৯
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি দাবি করেছেন নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে।
বিভিন্ন কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ শেষে ঢাবি ভিসি সোমবার (১১ মার্চ) দুপুরে সাংবাদিকদের কাছে এই মনোভাব প্রকাশ করেন।
ভিসি বলেন, ‘প্রথমে আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দিই। তারা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আমি এটির ভূয়সী প্রশংসা করি।’
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো প্রকার শৈথিল্য না দেখিয়ে প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।’
ভিসি বলেন, ‘তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। এ ঘটনায় যে-ই জড়িত থাকুন না কেন কোনোভাবেই বরদাশত করা হবে না।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ দেখে আমি বিস্মিত হয়েছি। শিক্ষার্থীরা যে ধরনের উদাহরণ রাখল এটি আমাদের নতুন মাত্রায় অনুপ্রেরণা দেয়। এ নির্বাচনের মাধ্যমে আমরা সামনের দিনগুলোতেও গণতান্ত্রিক রীতি-নীতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা পাচ্ছি।’
সারাবাংলা/কেকে/একে
আরও পড়ুন:
ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের
ছাত্রলীগ ছাড়া সব সংগঠনের ডাকসু নির্বাচন বর্জন
তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু
কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত
কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট পেপার উদ্ধার, ভোটগ্রহণ স্থগিত
চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত