Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণপুরে তেলের লরির চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু


২১ মার্চ ২০১৯ ১১:২৩ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ১১:২৭

ঢাকা: রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় তেলের লড়ির চাপায় আব্দুর রাজ্জাক (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাকের গ্রামের গ্রামের বাড়ি মেহেরপুর। শ্যামলী পরিবহনের একটি বাসে করে সেখান থেকে ঢাকা আসেন তিনি। ভোরে ঢাকায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মঞ্জুরুল আরও জানান, আব্দুর রাজ্জাক মেহেরপুর সদরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/টিআর

তেলের লরির চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর