ক্রাইস্টচার্চে হামলা: জরুরি সন্ত্রাসবিরোধী বৈঠক ডেকেছে ওআইসি
২১ মার্চ ২০১৯ ১৫:২৪
ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি)। পাশাপাশি নিউজিল্যান্ডে বসবাসরত মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য জরুরি সন্ত্রাসবিরোধী বৈঠকও ডেকেছে সংস্থাটি। শুক্রবার (২২ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ওআইসির শীর্ষ সম্মেলন ও নির্বাহী কমিটির বর্তমান চেয়ার তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোগান এই বৈঠক আহ্বান করেন।
এদিকে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বিভিন্ন দেশের কোনো কোনো বিশেষ অংশের মধ্যে ক্রমবর্ধমান ‘ইসলামোফোবিয়া’ (ইসলামভীতি), মুসলিম অনাবাসী ও অভিবাসীদের প্রতি ‘জেনোফোবিয়া’ (বিদেশি লোক সম্পর্কে ভয়) বিষয়ে ওআইসি সদস্যভুক্ত দেশের করণীয় সম্পর্কেও ওই বৈঠকে পর্যালোচনা করা হবে।
ভূমি মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন অন্য একটি সরকারি সফরে দেশের বাইরে রয়েছেন। এ কারণে তাৎক্ষণিকভাবে আহ্বান করা ওআইসির মন্ত্রীপর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভূমিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
আরও পড়ুন: ‘ক্রাইস্টচার্চ হামলায় ২ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৩’
ভূমিমন্ত্রীর সঙ্গে আরও থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) এএফএম গাউসুল আজম সরকার। এছাড়া আরও যোগ দেবেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এবং ওআইসিতে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মো. নজরুল ইসলাম এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।
ইন্দোনেশিয়া, ইরান, কাতারসহ ওআইসিভুক্ত ২০ টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা বিশেষ প্রতিনিধি এই জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন। তুরস্কের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দক্ষিণ দক্ষিণ সহযোগিতা’ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে, আব্দুল মোমেন এখন আর্জেন্টিনার বুয়েনস আয়ারস সফরে রয়েছেন।
সারাবাংলা/জেআইএল/এমএনএইচ