Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে দুই প্রার্থীর কোলাকুলিতে ভোট শুরু


২৪ মার্চ ২০১৯ ১০:১৭

রাজবাড়ী: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজবাড়ী সদর উপজেলায় নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। আর তার প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী।

রোববার (২৪ মার্চ) ভোটগ্রহণ শুরুর পরপরই আলীপুর ইউনিয়নের আলাদীপুর আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন এই দুই প্রার্থী।

বিজ্ঞাপন

এ সময় দু’জন দু’জনকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। কোলাকুলি শেষে দু’জনই সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে জানান। ভোটের শেষ সময় পর্যন্ত সুষ্ঠুতা বজায় রাখার কথা ব্যক্ত করেন তারা।

শফি ও নওয়াব আলী ছাড়াও রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন তিন বারের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

আরও পড়ুন: উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট আজ

উল্লেখ্য, তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৪ মার্চ) সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় এই ধাপে ১২৭ উপজেলার জন্য তফসিল ঘোষণা করা হলেও স্থগিত, পিছিয়ে যাওয়া ও সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১১৭ উপজেলায়।

সারাবাংলা/এমএইচ

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রার্থী ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর